ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট বক্স কিভাবে সেট করবেন | How to Set Facebook Coment Box on Blogger Website
আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখব কিভাবে আপনাদের ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করবেন। ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করলে ভিজিটররা সহজেই আপনার পোস্টগুলি পরার পর যদি তারা কমেন্টের মতো মনে করে তাহলে তারা সেখানে কমেন্ট করতে পারবে। সহজেই আপনার পোস্টগুলিতে সুন্দর ভাবে দেখতে পারবে যদি তাদের গুগল দ্বারা Sign না করা থাকে তবুও তারা সহজেই ফেসবুকের মাধ্যমে কমেন্ট করতে পারবেন।
Note: ব্লগার ওয়েবসাইটের থিমের ভেতর Html এ কোন কিছু এডিট করার আগে আপনাদের কি অবশ্যই আপনার থিমটির ব্যাকআপ নিয়ে নিতে হবে যাতে আপনার ওয়েবসাইটের কোন প্রকার কোনরকম ক্ষতি না হয়। যদি কোন প্রবলেম হয় তাহলে আপনি যাতে পুনরায় সেটাকে সংশোধন করে নিতে পারেন।
1. ব্লগার ওয়েবসাইটে লগইন করার পর আপনাকে প্রথম আপনার ওয়েবসাইটটি ডেসবোডে যেতে হবে সেখানে আপনারা Theme অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর আপনাকে Edit Html ক্লিক করে আপনার কোড গুলি ওপেন করে নিতে হবে।
2. "Edit Html" ক্লিক করার পর তার ভেতর আপনাকে Ctrl+F এর সাহায্যে খুঁজে নিতে হবে </body> এবং এর ঠিক উপরের অংশে আপনাকে নিচে দেওয়া কোডটিকে বসিয়ে দিতে হবে।
<div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3";
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>
<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div
class="fb-comments"
data-href="<data:post.url/>"
data-width="600"
data-num-posts="100">
</div>
</b:if>